তুমি আসলে, আমি প্রবল ভেঙ্গে পরার মুখে ও অবিচল
তুমি আসলে. সুতীব্র চুম্বন শব্দে একাকার দশদিক।
তুমি আসলে সবকিছু ভুলে, দূরে ছুরে ফেলে,
ছুটে যাওয়া দিকবিদিক।
তুমি আসলেই প্রবল বৃষ্টি, উল্লাসে মেতে ওঠা,
তুমি আসলেই তৃষিত বুকে প্রথম বৃষ্টি ফোটা।
তুমি ভাবছ হেঁয়ালি, সব হেঁয়ালি ই তবে থাক।
শুনতে পাওনা,ডাকছি? না শুনলে ।
শিশির ঝরার শব্দে তবুও পাঁঠিয়েই যাব ডাক।
......................................................................
আছি ভাবলে আছি, নাই ভাবলে নাই।
(ছায়া মানুষদের অভিমান ও ছায়া ছায়া)
তুমি আসলে. সুতীব্র চুম্বন শব্দে একাকার দশদিক।
তুমি আসলে সবকিছু ভুলে, দূরে ছুরে ফেলে,
ছুটে যাওয়া দিকবিদিক।
তুমি আসলেই প্রবল বৃষ্টি, উল্লাসে মেতে ওঠা,
তুমি আসলেই তৃষিত বুকে প্রথম বৃষ্টি ফোটা।
তুমি ভাবছ হেঁয়ালি, সব হেঁয়ালি ই তবে থাক।
শুনতে পাওনা,ডাকছি? না শুনলে ।
শিশির ঝরার শব্দে তবুও পাঁঠিয়েই যাব ডাক।
......................................................................
আছি ভাবলে আছি, নাই ভাবলে নাই।
(ছায়া মানুষদের অভিমান ও ছায়া ছায়া)
No comments:
Post a Comment