Thursday, December 20, 2012

এশিয়ান টিভির উদ্যোগ: এবার আসছে ভারতীয় নির্মাতারা \


আজকের কয়েকটি অন লাইন নিউজ সাইট এই খবরটি প্রকাশ করেছে। কিছু টা অবাক হয়েছি আবার কিছুটা ভয় ও মনে কাজ করতেছে। তাহলে আমরাও কি ভারতীয় পরকিয়া নির্ভর সিরিয়াল যুগে প্রবেশ করেতে যাচ্ছি ?
দেশীয় টিভি চ্যানেলের বিভিন্ন শাখায় ভারতীয় কর্মীরা এসেছেন আগেই, এবার আসছেন নির্মাতারা। স্থায়ী হিসেবে না হলেও এসব নির্মাতারা খন্ডকালীন বা চুক্তিভিত্তিক হিসেবে কাজ করবেন বলে জানা গেছে। এতে করে একদিকে যেমন দেশীয় নির্মাতাদের বাজার কমে যাবে, তেমনই এদের পারিশ্রমিক হিসেবে বাইরে চলে যাবে প্রচুর অর্থ।
ভারতীয় এইসব কর্মীরা কিভাবে দেশে আসছেন, অনুমতি নিয়ে কাজ করছেন কি-না, নিজ দেশে তারা কিভাবে টাকা পাঠাচ্ছেন তার কোনো কিছুই কারও কাছে স্পষ্ট নয়।
এরইমধ্যে চ্যানেল নাইন-এর হয়ে বিপিএলসহ বাংলাদেশ-ওয়েস্টইন্ডিজ সিরিজ প্রচারের নেপথ্য কারিগর হিসেবে কাজ করেছেন ভারতীয় কর্মীরা। স্থানীয় কিছু কর্মী কাজ করলেও কারিগরি ক্ষেত্রের বেশিরভাগ জনবলই ছিল ভারতের।
এদিকে, খুব শিগগিরই এশিয়ান টিভি ভারতীয় বেশ কিছু নির্মাতাদের নিয়ে আসছেন বলে জানা গেছে। চুক্তিভিত্তিতে এইসব নির্মাতারা কাজ করবেন পূর্ণাঙ্গ সম্প্রচারের অপেক্ষায় থাকা এই চ্যানেলটির জন্য।

সূত্র জানায়, ইন্ডিয়ান আইডল ধারার একটি মিউজিক্যাল রিয়েলিটি শো তৈরি করতে যাচ্ছে এশিয়ান টিভি। চ্যানেলটির এ অনুষ্ঠানের জন্যই ভারতীয় নির্মাতারা আসছেন বলে খবরে প্রকাশ।

খেলা সরাসরি সম্প্রচারের অভিজ্ঞতা এদেশের টিভি প্রযোজকদের নেই- এ যুক্তি মেনে নেয়া গেলেও অন্যধারার অনুষ্ঠান নির্মাণে এই মুহূর্তে বাইরের নির্মতাদের কোনো প্রয়োজন আছে বলে মনে করেন না অভিজ্ঞমহল। কারণ ইন্ডিয়ান আইডল ধারার বেশকিছু অনুষ্ঠান এখন বিভিন্ন টিভি চ্যানেল প্রচার করছে। এরমধ্যে এনটিভির ক্লোজআপ ওয়ান ও চ্যানেল আই সেরাকণ্ঠ বিশেষভাবে উল্লেখের দাবি রাখে।

এই মুহূর্তে দেশের বেশ কয়েকটি চ্যানেলে ভারতীয় কর্মীরা কাজ করছেন। চ্যানেলগুলোর মধ্যে রয়েছে ইন্ডিপেনডেন্ট ও চ্যানেল নাইন। এরমধ্যে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের পরামর্শক কোম্পানী হিসেবে কাজ করছে এনডিটিভি। তাদের দূত হিসেবে চ্যানেলটিতে শুরু থেকেই রয়ে গেছেন বিশ্বজিৎ বারকাটাকি। চ্যানেলটির সম্প্রচার ও প্রকৌশল বিভাগ ছাড়াও আরও কিছু বিষয় তিনি দেখাশোনা করেন
আমরা জানি এশিয়ান টি ভির মালিকায় আছে আমাদের পণ্য নামক ওয়াল টন। যারা দেশিও জিনিস ব্যাবহার এর জিকির তুলে তুলে গ্রাহক এর অনেক টা কাছাকাছি চলে গেছে। কিন্তু এ ক্ষেত্রে তাদের নীতি সকল কে অবাক করে দিচ্ছে।

No comments:

Post a Comment