Friday, December 28, 2012

বাবার জবাব শুনে.


পেপার পড়ায় ব্যস্ত বাবা
খুব মনযোগ দিয়ে,
ঠিক তখনই ছোট্ট ছেলে
বললো হঠাৎ গিয়ে-
আচ্ছা বাবা, নদীর পানি
যায়-বা কোথায় বলো?
প্রশ্ন শুনে ভীষণ রেগে
বাবা তখন ক'লো-

নদীর সকল পানি আমার
মাথায় জমা হয়।
জবাব শুনে ছোট্ট ছেলে
খানিক হেসে কয়-
তাইতো বুঝি বাবার কভু
সর্দি হলে পরে
মাথায় জমা পানিগুলো
নাক'টা দিয়ে ঝরে!

No comments:

Post a Comment