Sunday, December 23, 2012

বুদ্ধিজীবীদের করুণ পথে বাংলাদেশি ক্রিকেট দল/


বুদ্ধিজীবীদের করুণ পথে বাংলাদেশি ক্রিকেট দল।
১৯৭১ সালে রাজাকার প্ররচিত পাকিস্তানী আর্মির হাতে শহিদ হন বাঙলার কর্নধর বুদ্ধিজীবীরা। যারা নিয়ে যেত বাংলাকে বহুদূর, গড়ে তোলত সোনারবাংলা। তাদের অভাব ভুলো নিয় নয়।

তাদের করুণ পথেই এখন বাঙলার সোনার ছেলেরা। যারা বিশ্বকে চিনিয়েছে এই বাংলাদেশ।
গত কয় দিন আগেও ওয়েস্ট ইন্ডিস দলকে তিন দুইয়ে হারিয়ে বিশ্ব বাসীর স্মরণিকায় বাংলার নামটি নতুন করে লিখিয়েছে।
আজ মুক্তিযুদ্ধা পন্থি সরকারের কিছু রাজাকার অনুসারি সার্থ লোভি, রাজাকার নিতি প্রভাহিত কুচক্র বাংলা মায়ের কোলকে আবার শূন্য করতে চায়।
অভাক করা কথা সাবেক বিসিবি সভাপতি পিচিবি সভাপতিকে কথা দিয়েছিল। বাংলাদেশি ক্রিকেট দল পাকিস্তানে খেলতে যাবে। সে কথা রাক্ষা করার জন্য বর্তমান বিসিবি সভাপতি নাজমুল হাসান উঠে পড়ে লেগেছে।
এমন কথাতো ১৯৬৯ সালেও পাকিস্তানী তৎকালীন সরকার জাতীর পিতা বঙ্গবন্ধুকে দিয়েছিল। তখনতো সে কথা তারা রাখেনি। উল্টো বাংলার সাধারন মানুষের উপর অত্যাচার করেছিল।
এখন আমরা স্বাধীন, কথা রাখতে হবে এমন বাধ্য বাংলার মানুষ নয়। যে রাজাকারই কথা দিয়ে থাকুক, বাংলার মুক্তিকামী মানুষ কথা দেয়নি।
বন্ধুকে কথা দেয়া যায় শত্রুকে নয়, সে ক্ষেত্রে যদি কোন রাজাকার তার বন্ধুদের কথা দিয়ে থাকে তা রক্ষা করতে মুক্ত দেশের মুক্তিকামী মানুষের নীতির মধ্যে পড়ে না।
যুদ্ধ চলাকালীন সময়ে এই দেশের ক্রিকেটাররা বেটের বদলে বন্দুক বলের বদলে গ্রেনেট হাতে পাক আর্মিকে পতিহত করেছিল। তাদেরি অনুসারী বাংলাদেশ ক্রিকেট দলকে পাকিস্তানের মাটিতে রকেট ল্যান্স এর সামনে দাঁড় করিয়ে দিতে পারে না বাংলার জনগণ!!

তাই অবিলম্বে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর বাতিলের জোর দাবি পেশ করছি। সে সাথে ক্রিয়া মন্ত্রীর সু-দৃষ্টী কামনা করছি দেশের সকল ক্রিকেট প্রমীদের পক্ষথেকে।

No comments:

Post a Comment