Monday, December 17, 2012

শিশুদের রক্ষায় ব্যর্থ যুক্তরাষ্ট্র\


মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল রোববার বলেছেন, শিশুদের রক্ষায় যথেষ্ট কাজ করেনি যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে দেশটিকে অবশ্যই আরও কাজ করতে হবে। কানেকটিকাট অঙ্গরাজ্যের নিউটাউনের অধিবাসীদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন ওবামা।
বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে আত্মঘাতী বন্দুকধারীর গুলিতে ২০ শিশুসহ নিহত ব্যক্তিদের স্মরণে গতকাল ওবামা সেখানে প্রার্থনাসভায় যোগ দেন এবং তাদের পরিবার-পরিজনের সঙ্গে কথা বলেন।
সেখানকার অধিবাসীদের উদ্দেশে ওবামা বলেন, এ শোক শুধু ওই এলাকার অধিবাসীদের নয়, পুরো জাতির। 
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এ ধরনের হত্যাযজ্ঞ আর সহ্য করব না। এর অবশ্যই অবসান ঘটাতে হবে এবং তা করতে গেলে আমাদের বদলাতে হতে হবে।’
ওবামা ঘোষণা দেন, এ ধরনের ট্র্যাজেডির পুনরাবৃত্তি রোধে তিনি তাঁর ক্ষমতা ব্যবহার করবেন। তিনি বলেন, ‘নিশ্চিতভাবে আমরা এখনকার চেয়ে ভালো কিছু করতে পারব।’
গত শুক্রবার বন্দুকধারী অ্যাডাম ল্যানজা (২০) আত্মহত্যার আগে স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে ২০ শিশুসহ ২৬ জনকে গুলি করে হত্যা করেন। এর আগে বিদ্যালয় থেকে পাঁচ মাইল দূরে ইয়োগানানডা স্ট্রিটে নিজের বাড়িতে মা ন্যান্সি ল্যানজাকে হত্যা করেন তিনি।
হামলার পর যুক্তরাষ্ট্রে অস্ত্রনিয়ন্ত্রণ বিতর্ক নতুন করে শুরু হয়েছে। হোয়াইট হাউসের সামনে বিক্ষোভকারীদের দাবি, নতুন আরেকটি ভয়াবহ হামলার আগেই অস্ত্রনিয়ন্ত্রণ-বিষয়ক কঠোর আইন প্রণয়ন জরুরি।

No comments:

Post a Comment