Sunday, December 23, 2012

শাকিল-নাহিদ-শাওনের জবানবন্দি আতঙ্কিত হয়ে বিশ্বজিতের ওপর হামলা চালাই \


বিশ্বজিৎ হত্যা মামলার তিন আসামি রফিকুল ইসলাম ওরফে শাকিল, মাহফুজুর রহমান ওরফে নাহিদ এবং জি এম রাশেদুজ্জামান ওরফে শাওন জবানবন্দি দিয়েছেন। তিন আসামিই জবানবন্দিতে বিশ্বজিতের ওপর হামলার কথা স্বীকার করেছেন। তবে তাঁদের দাবি, ককটেল বিস্ফোরণে আতঙ্কিত হয়ে হামলা চালান তাঁরা। 
জবানবন্দিতে আসামিরা বলেন, ৯ ডিসেম্বর বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের অবরোধ কর্মসূচি চলাকালে তাঁরা মিছিল বের করেন। মিছিলের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ঘটনায় তাঁরা আতঙ্কিত হন। এ সময় তাঁরা দরজি দোকানি বিশ্বজিৎকে দোতলায় উঠতে দেখেন। তাঁরা তখন বিশ্বজিতের ওপরে হামলা চালান। আসামিদের দাবি, মারধরের একপর্যায়ে বিশ্বজিৎ শাঁখারিবাজারে চলে যান। পরে তাঁরা জানতে পারেন যে বিশ্বজিত্ মারা গেছেন। 
আজ রোববার দুপুরে মহানগর হাকিম মোহাম্মদ ইরফানউল্লাহ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামিদের জবানবন্দি লিপিবদ্ধ করেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। 
এর আগে পুলিশের অপরাধ ও তথ্য প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আনিসুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, বিশ্বজিৎ হত্যা মামলায় এ তিন আসামিকে আট দিন করে রিমান্ডে নেয় গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর মধ্যে আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চাইলে তাঁদের আজ আদালতে হাজির করা হয়।
পুলিশ সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক তাজুল ইসলাম মুখ্য মহানগর হাকিমের আদালতে আসামিদের জবানবন্দি নেওয়ার জন্য আবেদন করেন। আদালত আবেদন গ্রহণ করে আসামিদের স্বেচ্ছায় জবানবন্দি দিতে সময় দেন। 
৯ ডিসেম্বর বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের অবরোধ কর্মসূচি চলাকালে দরজি দোকানি বিশ্বজিৎকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেন ছাত্রলীগের কর্মীরা।

No comments:

Post a Comment