Sunday, December 2, 2012

বলিউডে গোঁফ-জ্বর

.বোম্বাই চলচ্চিত্র জগতে এখন গোঁফ-জ্বর দেখা দিয়েছে। বলিউডে গোঁফ নিষিদ্ধ িিছল না। অনিল কাপুর সবসময় গোঁফ রাখলেও অন্যদের খুব কমই এভাবে দেখা যেত। অজয় দেবগনকে গোঁফওয়ালা হিসেবে অনেকবার দেখা গেছে। তবে তিনি বলিউডে রূপবান পুরুষ হিসেবে পরিচিত না হওয়ায় বিষয়টি আলোচিত হয়নি। কিন্তু এখন বোধহয় সময় বদলেছে।
এই পরিবর্তনে দেবাং মুভিতে সালমান খানকে পথপ্রদর্শক মানছেন অনেকেই। ওই মুভিটি ব্লকবাস্টার হওয়ার পর সালমানের মতো করে অনেকেই গোঁফ রেখেছেন। আর এবার আমির খান আত্মপ্রকাশ করেছেন গোঁফ নিয়ে। তালাশ ছবিতে তাকে ওভাবেই দেখা যাবে।
তবে আরো আলোড়ন সৃষ্টি করেছেন অক্ষয় কুমার। অনেকেই গোঁফধারী অক্ষয়কে আরো ভালোভাবে গ্রহণ করছেন

No comments:

Post a Comment