থিম পরিবর্তন সুবিধার জন্য গুগলের ওয়েবমেইল সেবা �জিমেইল� বেশ জনপ্রিয়। এত দিন জিমেইলে সাইটটিতে থাকা স্থায়ী কিছু থিম ব্যবহার করা যেত। এবার ব্যবহারকারীকেই থিম তৈরি করার সুযোগ দিচ্ছে জিমেইল। নতুন এ সুবিধায় চাইলে নিজের ছবিও ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করা যাবে। এমনকি গুগলের নিজস্ব ছবি সংগ্রহশালা পিকাসা অ্যাকাউন্ট থেকে সরাসরি লিংক দিয়ে ছবি যোগ করা যাবে। পিকাসা অ্যাকাউন্ট না থাকলে কম্পিউটার থেকে সরাসরি আপলোড করে ব্যবহার করা যাবে। এ ছাড়া পছন্দের রং ব্যবহারের সুযোগ তো রয়েছেই।
জিমেইলের থিম তৈরি করার জন্য প্রথমে লগইন করতে হবে। এরপর ঝবঃঃরহমং থেকে ঞযবসবং-এ যেতে হবে। পেইজের ঠিক নিচেই পাওয়া যাবে �ঈৎবধঃব ুড়ঁৎ ড়হি ঃযবসব� অপশন। অপশনটিতে ক্লিক করার পর ছবি আপলোড কিংবা পিকাসা থেকে ছবির লিংক যোগ করা যাবে। একই সঙ্গে ফুটার টেঙ্ট, ব্যাকগ্রাউন্ড রংও নির্বাচন করা যাবে। এগুলো সম্পন্ন হলে সেভ করে কিছুক্ষণ অপেক্ষা করলেই জিমেইল পেইজের ব্যাকগ্রাউন্ডে দেখা
যাবে ব্যবহারকারীর সেভ করা ছবি ও লেখা। স্কিন ভালোভাবে দেখার জন্য জিমেইল স্বয়ংক্রিয়ভাবে ছবির সাইজ নির্বাচন করবে।
টেক ইশকুলটেক বিশ্বের মাধ্যমেই যাতে কম্পিউটারের বিভিন্ন বিষয় সহজে শেখা যায়, সে জন্য শুরু হয়েছে নতুন বিভাগ �টেক ইশকুল�। গত সপ্তাহে ছাপা হয়েছে গ্রাফিঙ্ ডিজাইন সফটওয়্যার �অ্যাডোবি ফটোশপ সিএস২�থটুলস পরিচিতির তৃতীয় পর্ব। আজ চতুর্থ পর্ব ছাপা হলো।
কাস্টম ব্রাশ তৈরি করা
অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারে ছবি আরো সুন্দরভাবে উপস্থাপনের জন্য �ব্রাশ টুলস� বেশ কাজের জিনিস। এ টুলসটির মাধ্যমে যেকোনো ছবির ওপরে ইচ্ছামতো ব্রাশ দিয়ে প্রলেপ বসাতে পারেন বা আর্ট করতে পারেন। ফটোশপে বেশ কিছু বিল্টইন ব্রাশ রয়েছে। এসব ব্রাশের মধ্যে যদি আপনার পছন্দেরটি পাওয়া না যায়, সে ক্ষেত্রে নতুন একটি ব্রাশ তৈরি করে নিতে পারেন।
ব্রাশ তৈরির জন্য প্রথমে ৬৪ী৬৪ পিক্সেলের ডকুমেন্ট খুলুন। ফটোশপ মেন্যুর ঋরষবং থেকে ঘবি ক্লিক করলেই নতুন ডকুমেন্ট খুলবে। উল্লেখ্য, আপনি যে সাইজের ডকুমেন্ট ব্যবহার করবেন, আপনার তৈরি করা ব্রাশের ডিফল্ট সাইজও তত হবে। এখন সফট রাউন্ড ২০০ পিক্সেলের একটি ব্রাশ সিলেক্ট করুন।
ফটোশপে মেন্যুর নিচ থেকে এটি করা যাবে। ব্রাশ মোড হিসেবে উরংংড়ষাব সিলেক্ট করুন। ঙঢ়ধপরঃু এবং ঋষড়ণ্ডিএর মান যথাক্রমে ৩০ ও ২৪ শতাংশ হবে। উল্লেখ্য, এখানে ঙঢ়ধপরঃু দ্বারা রঙের গাঢ়ত্ব নির্ধারণ করা হয়। ঙঢ়ধপরঃু যত কম হবে, রঙের ঘনত্ব বা গাঢ়ত্ব তত কম হবে। এখন এই ব্রাশটি দিয়ে নতুন নেওয়া ডকুমেন্টে একটি ক্লিক করতে হবে। ছবিতে ছোট ছোট বিন্দু দেখা যাবে। এবার ঈঃৎষ+অ প্রেস করুন। পুরো ডকুমেন্টটি সিলেক্ট হবে। এখন ঊফরঃ->উবভরহব নৎঁংয ঢ়ৎবংবঃ ক্লিক করুন। এবার ব্রাশের একটি নাম দিন। এ নামেই ব্রাশটি সেভ হবে। আপনার তৈরি করা এ ব্রাশটি পরে পাওয়া যাবে ব্রাশের স্যাম্পল লিস্টের শেষের দিকে। এবার ঋরষব->ঘবি কমান্ড দিয়ে সাদা ব্যাকগ্রাউন্ড কালার বিশিষ্ট একটি নতুন ডকুমেন্ট খুলুন। ফরগ্রাউন্ড কালার আইকনে ক্লিক করে নিচের মতো বঙ্ পাবেন।
এই বঙ্ থেকে কালো রং সিলেক্ট করে ড়শ করুন। ফলে কালো রং ফরগ্রাউন্ড কালার হিসেবে সিলেক্ট হবে। এখন আমাদের তৈরি করা ব্রাশ সিলেক্ট করে টুলস অপশন্স বারে ব্রাশ মোড ঘড়ৎসধষ এবং ঙঢ়ধপরঃু ও ঋষড়ি ১০০% করুন। এবার কোনো ছবিতে আমাদের তৈরি করা ব্রাশটি বসাতে চাইলে ছবিটি খুলুন এবং ব্রাশ নির্বাচন করে মাউস টানুন ছবির ওপর। ব্রাশের কাজ শুরু হয়ে যাবে। উল্লেখ্য, আপনি যদি কোনো ছবির কোনো অংশকে ব্রাশ হিসেবে পেতে চান, তাহলে ওই অংশটিকে প্রথমে সিলেক্ট করুন এবং এরপর তা ঊফরঃ->উবভরহব নৎঁংয ঢ়ৎবংবঃ কমান্ড দিয়ে সেভ করুন।
জিমেইলের থিম তৈরি করার জন্য প্রথমে লগইন করতে হবে। এরপর ঝবঃঃরহমং থেকে ঞযবসবং-এ যেতে হবে। পেইজের ঠিক নিচেই পাওয়া যাবে �ঈৎবধঃব ুড়ঁৎ ড়হি ঃযবসব� অপশন। অপশনটিতে ক্লিক করার পর ছবি আপলোড কিংবা পিকাসা থেকে ছবির লিংক যোগ করা যাবে। একই সঙ্গে ফুটার টেঙ্ট, ব্যাকগ্রাউন্ড রংও নির্বাচন করা যাবে। এগুলো সম্পন্ন হলে সেভ করে কিছুক্ষণ অপেক্ষা করলেই জিমেইল পেইজের ব্যাকগ্রাউন্ডে দেখা
যাবে ব্যবহারকারীর সেভ করা ছবি ও লেখা। স্কিন ভালোভাবে দেখার জন্য জিমেইল স্বয়ংক্রিয়ভাবে ছবির সাইজ নির্বাচন করবে।
টেক ইশকুলটেক বিশ্বের মাধ্যমেই যাতে কম্পিউটারের বিভিন্ন বিষয় সহজে শেখা যায়, সে জন্য শুরু হয়েছে নতুন বিভাগ �টেক ইশকুল�। গত সপ্তাহে ছাপা হয়েছে গ্রাফিঙ্ ডিজাইন সফটওয়্যার �অ্যাডোবি ফটোশপ সিএস২�থটুলস পরিচিতির তৃতীয় পর্ব। আজ চতুর্থ পর্ব ছাপা হলো।
কাস্টম ব্রাশ তৈরি করা
অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারে ছবি আরো সুন্দরভাবে উপস্থাপনের জন্য �ব্রাশ টুলস� বেশ কাজের জিনিস। এ টুলসটির মাধ্যমে যেকোনো ছবির ওপরে ইচ্ছামতো ব্রাশ দিয়ে প্রলেপ বসাতে পারেন বা আর্ট করতে পারেন। ফটোশপে বেশ কিছু বিল্টইন ব্রাশ রয়েছে। এসব ব্রাশের মধ্যে যদি আপনার পছন্দেরটি পাওয়া না যায়, সে ক্ষেত্রে নতুন একটি ব্রাশ তৈরি করে নিতে পারেন।
ব্রাশ তৈরির জন্য প্রথমে ৬৪ী৬৪ পিক্সেলের ডকুমেন্ট খুলুন। ফটোশপ মেন্যুর ঋরষবং থেকে ঘবি ক্লিক করলেই নতুন ডকুমেন্ট খুলবে। উল্লেখ্য, আপনি যে সাইজের ডকুমেন্ট ব্যবহার করবেন, আপনার তৈরি করা ব্রাশের ডিফল্ট সাইজও তত হবে। এখন সফট রাউন্ড ২০০ পিক্সেলের একটি ব্রাশ সিলেক্ট করুন।
ফটোশপে মেন্যুর নিচ থেকে এটি করা যাবে। ব্রাশ মোড হিসেবে উরংংড়ষাব সিলেক্ট করুন। ঙঢ়ধপরঃু এবং ঋষড়ণ্ডিএর মান যথাক্রমে ৩০ ও ২৪ শতাংশ হবে। উল্লেখ্য, এখানে ঙঢ়ধপরঃু দ্বারা রঙের গাঢ়ত্ব নির্ধারণ করা হয়। ঙঢ়ধপরঃু যত কম হবে, রঙের ঘনত্ব বা গাঢ়ত্ব তত কম হবে। এখন এই ব্রাশটি দিয়ে নতুন নেওয়া ডকুমেন্টে একটি ক্লিক করতে হবে। ছবিতে ছোট ছোট বিন্দু দেখা যাবে। এবার ঈঃৎষ+অ প্রেস করুন। পুরো ডকুমেন্টটি সিলেক্ট হবে। এখন ঊফরঃ->উবভরহব নৎঁংয ঢ়ৎবংবঃ ক্লিক করুন। এবার ব্রাশের একটি নাম দিন। এ নামেই ব্রাশটি সেভ হবে। আপনার তৈরি করা এ ব্রাশটি পরে পাওয়া যাবে ব্রাশের স্যাম্পল লিস্টের শেষের দিকে। এবার ঋরষব->ঘবি কমান্ড দিয়ে সাদা ব্যাকগ্রাউন্ড কালার বিশিষ্ট একটি নতুন ডকুমেন্ট খুলুন। ফরগ্রাউন্ড কালার আইকনে ক্লিক করে নিচের মতো বঙ্ পাবেন।
এই বঙ্ থেকে কালো রং সিলেক্ট করে ড়শ করুন। ফলে কালো রং ফরগ্রাউন্ড কালার হিসেবে সিলেক্ট হবে। এখন আমাদের তৈরি করা ব্রাশ সিলেক্ট করে টুলস অপশন্স বারে ব্রাশ মোড ঘড়ৎসধষ এবং ঙঢ়ধপরঃু ও ঋষড়ি ১০০% করুন। এবার কোনো ছবিতে আমাদের তৈরি করা ব্রাশটি বসাতে চাইলে ছবিটি খুলুন এবং ব্রাশ নির্বাচন করে মাউস টানুন ছবির ওপর। ব্রাশের কাজ শুরু হয়ে যাবে। উল্লেখ্য, আপনি যদি কোনো ছবির কোনো অংশকে ব্রাশ হিসেবে পেতে চান, তাহলে ওই অংশটিকে প্রথমে সিলেক্ট করুন এবং এরপর তা ঊফরঃ->উবভরহব নৎঁংয ঢ়ৎবংবঃ কমান্ড দিয়ে সেভ করুন।
No comments:
Post a Comment