Thursday, December 27, 2012

চালু হলো বনানী উড়ালসড়ক \



বনানী উড়ালসড়ক আজ বৃহস্পতিবার চালু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বেলা পৌনে ১১টার দিকে বনানী উড়ালসড়কের উদ্বোধন করেন। ঢাকার যানজট নিরসনে বর্তমান সরকারের নেওয়া এই প্রকল্প নির্ধারিত সময়ের আগেই চালু হলো।
যোগাযোগ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বনানী হয়ে প্রতিদিন গড়ে ৭২টির বেশি ট্রেন চলাচল করে। এতে একদিকে গুলশান-জাহাঙ্গীর গেট-প্রধানমন্ত্রীর কার্যালয়, অন্যদিকে বনানী-বিমানবন্দর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। উড়ালসড়কটি চালু হওয়ায় সব যানবাহন রেললাইনের ওপর দিয়ে চলে যাবে। ট্রেন চলাচলের কারণে যানগুলোকে দাঁড়িয়ে থাকতে হবে না।
প্রকল্পটি যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ)। ঠিকাদারি প্রতিষ্ঠান আবদুল মোনেম লিমিটেড সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই উড়ালসড়ক নির্মাণ করেছে। ৮০৪ মিটার দীর্ঘ উড়ালসড়কটি নির্মিত হয়েছে বনানী রেলক্রসিংয়ের ওপর। এতে ব্যয় হয়েছে ১০৩ কোটি টাকা। 
সওজ সূত্র জানায়, বনানী উড়ালসড়ক নির্মাণে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয় ২০১০ সালের মার্চে। কাজ শুরু হয় ২০১১ সালের ২৫ জানুয়ারি। প্রকল্প প্রস্তাবে নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল ২০১৩ সালের জুনে। তবে ছয় মাস আগেই নির্মাণকাজ শেষ হয়েছে।
ছয় লেনের বনানী উড়ালসড়কটি প্রস্থে ২২ দশমিক ৫২ মিটার। আর্মি স্টেডিয়ামের কাছ থেকে উড়ালসড়কের শুরু। বনানী-বিমানবন্দর সড়কের ওপর দিয়ে রেললাইন পার হয়ে সেটি শেষ হয়েছে নৌবাহিনীর অফিসার্স মেসের কাছে গিয়ে।

No comments:

Post a Comment