দাকোপে বাল্য বিবাহের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভ্রাম্যমান আদালত বরসহ ৩ জনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে। সুত্রে জানা যায় উপজেলার কামারখোলা ইউনিয়নের পারজয়নাগর গ্রামের ছওকত সরদারের ৫ম শ্রেনী পড়�য়া কন্যা ছালমা খাতুনকে (১০) একই এলাকার সোহরাব হোসেন ওরফে খোকনের পুত্র অহেদুল সানা উভয় পরিবারের ইচ্ছায় কাবিন রেজিষ্ট্রি বিবাহের প্রস্তুতি নেয়। স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এই বাল্য বিবাহ বন্ধের জন্য উভয় পরিবারকে বিরত রাখার চেষ্টা করে ব্যর্থ হয়। যে কারনে গত ১২ ডিসেম্বর সংশ্লিষ্ট ইউপি সদস্য আবু ইসা সানা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য দাকোপ উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করে। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল হালিম গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় অভিযুক্তদের তার দপ্তরে হাজির করিয়ে অভিযোগের সত্যতা পায়। এ সময় তিনি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাল্য বিবাহ নিরোধ আইন ১৯২৯ এর ৫,৬ ধারা মোতাবেক অভিযুক্ত বর অহেদুল সানা, তার পিতা সোহরাব সানা এবং কন্যার পিতা ছওকত সরদারকে দোষী করে সকলকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়ে থানা হাজতে প্রেরন করেন।
No comments:
Post a Comment